রাজবাড়ীর কালুখালীতে ট্রেন দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী সাকিব ও অন্তু সরকার এবং আহত হাসিব শেখ এর পরিবারের হাতে রাজবাড়ী জেলা প্রশাসক ও কালুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নিহত সাকিব ও আহত হাসিব এর পিতা আব্দুল কাদের এর হাতে যথাক্রমে ২৫ হাজার ও ১৫ হাজার টাকার ২টি চেক প্রদান করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত সাকিব এর পিতা কে ১০ হাজার টাকা ও অন্তু সরকারের পরিবারকে ১০ হাজার টাকা এবং কালিকাপুর ইউপিতে অগ্নিকান্ডে নিহত সুকজান বিবির ছেলে রতনের হাতে ১০ হাজার টাকা ও মদাপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুরগীর ফার্ম মালিক শহিদ মন্ডলের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক হস্তান্তরকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপ সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল ও ইউপি সদস্য তনয় চক্রবর্তী শম্ভু উপস্থিত ছিলেন।