টোলারবাগের মৃত রোগীকে চিকিৎসা দেওয়া ডাক্তার হাসপাতালে

সংগৃহীত ছবি

মহানগর

টোলারবাগের মৃত রোগীকে চিকিৎসা দেওয়া ডাক্তার হাসপাতালে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

রাজধানীর টোলারবাগ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসা এক রোগী গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজধানীর ডেল্টা হাসপাতালে আসা ওই রোগীকে চিকিৎসা দেওয়া ডাক্তার রোববার রাতে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। তাঁকে কুয়েত মৈত্রীর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, টোলারবাগ থেকে আসা যে রোগী শনিবার হাসপাতালে মারা যান, তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছিলেন ওই চিকিৎসক।

শনিবার প্রথম তিনি শ্বাসকষ্টের কথা জানান। আইইডিসিআর তাঁর নমুনা সংগ্রহ করেছে। রোববার বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
রাজধানীতে যে কটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল তার একটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads