টেলিটকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

টেলিটকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ জুন, ২০১৮

রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাহাব উদ্দিন। রোববার নিজের দায়িত্ব বুঝে নেন নতুন এই ব্যবস্থাপনা পরিচালক। এর আগে তিনি টেলিটকের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব নেওয়ার পর সাহাব উদ্দিন টেলিটককে অন্য অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ে আসার জন্য যা করা প্রয়োজন সবই করার কথা বলেছেন।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতবাড়িয়া গ্রামের সন্তান মো. সাহাব উদ্দিন ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৯১ সালে নবম বিসিএসের মাধ্যমে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন তার ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) যোগদান করেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে তৎকালীন বিটিটিবি ও বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপবিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, এর আগে দেশের একমাত্র এ সরকারি মোবাইল অপারেটরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মো. গোলাম কুদ্দুস হেলাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads