যুক্তরাষ্ট্রে আরো একটি নতুন ক্যাম্পাস বানাবে অ্যাপল। এর অবস্থান হবে টেক্সাসের অস্টিনে। অ্যাপল জানিয়েছে, এ ক্যাম্পাসটি নির্মাণে ব্যয় হবে ১ বিলিয়ন ডলার। প্রায় ১৫ হাজার কর্মীর কাজের সুযোগ তৈরি হবে এ ক্যাম্পাসে।
টেক্সাস ছাড়াও সিয়াটল, স্যান ডিয়েগো এবং কালভার সিটিতেও অফিস খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রে নতুন করে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কুপারটিনো ভিত্তিক এ প্রযুক্তি প্রতিষ্ঠান।
অস্টিনের এ ক্যাম্পাসটি নির্মাণ করা হবে ১৩৩ একর জায়গা জুড়ে। প্রাথমিকভাবে এখানে নিয়োগ দেওয়া হবে পাঁচ হাজার কর্মী। প্রকৌশল, গবেষণা এবং ডেভেলপমেন্টের পাশাপাশি অপারেশনস ও অর্থ বিভাগে এসব কর্মীরা কাজ করবেন।
এ শহরে বর্তমানে আরও আছে ডেল এবং আইবিএমের কার্যালয়।