কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। আজ শনিবার ভোরে টেকনাফের সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম শাহেদ মিয়া। তিনি মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু এলাকার নাসিম মিয়ার ছেলে।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিকের বস্তা ভর্তি ৮ লাখ ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারীকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধার ইয়াবার আনুমানিক দাম ২৫ কোটি ২০ লাখ টাকা। আটক পাচারকারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।