টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রীংলার শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রীংলার শ্রদ্ধা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা।

রোববার সন্ধা ৬ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তাবক অর্পন করে এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারতীয় হাই কমিশনার বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। এরপর তিনি সমাধি সৌধের ভিতরে গিয়ে বঙ্গবন্ধু এবং তার পিতা ও মাতার কবর পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ভারতীয় দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর শ্রী রাজেশ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা , উপজেলা নির্বাহী অফিসার তরফদার নকীব হাসান, শেরে-বাংলার নাতি মুক্তিযুদ্ধ প্রজম্মলীগের আহবায়ক ফায়াজুল হক রাজু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শেখ মামুন, জার্মান আওয়ামীলীগের উপদেষ্টা জাবেদ ঠাকুর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads