গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বশেমুরবিপ্রবি’র নব-নিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব শ্রদ্ধা জানিয়েছেন।
আজ রোববার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, ইটিই বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রধান প্রকৌশলী এস.এস এস্কান্দার আলী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তিনি এর আগে বেলা ১২টার দিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন এবং পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।
এর আগে, গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের মুখে বশেমুরবিপ্রবি’র তৎকালিন ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন। একই সালের ৮ আক্টোবর ভারপ্রাপ্ত ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. শাহজাহানকে নিয়োগ দেয়া হয়।