শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা নিয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করেছে সরকার। ‘জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে’- এমন দৃশ্য সম্প্রচার করায় দুটি চ্যানেলকে সতর্ক ও সব চ্যানেলগুলোকে আগাম সতর্ক করা হয়েছে। একাত্তর ও নিউজ২৪ টেলিভিশনকে বিশেষ ঘটনায় এবং সব টেলিভিশন চ্যানেলকে আগাম সতর্ক করা হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। একাত্তর টেলিভিশনের কাছে গত বৃহস্পতিবার পাঠানো তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদারের সই করা চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র অসন্তোষ সৃষ্টি হলে একাত্তর মিডিয়া লি. কর্তৃক পরিচালিত বেসরকারি টিভি চ্যানেল ’৭১ টেলিভিশন’-এ এমন অনেক দৃশ্য গতকাল ১.৮.২০১৮ তারিখে সম্প্রচার করা হয়েছে, যার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। টিভি চ্যানেলটির এহেন কার্যক্রম ‘জাতীয় সম্প্র্রচার নীতিমালা ২০১৪’-এর অনুচ্ছেদ ৫.১.৫, ৫.১৬ এবং ৫.১.৯ এর পরিপন্থি।’
বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় সম্প্র্রচার ‘নীতিমালার পরিপন্থি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টিতে উৎসাহ দিতে পারে’ এমন অনুষ্ঠান, সংবাদ বা দৃশ্য সম্প্রচার না করতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।
গত ২৯ জুলাই ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হলে তাদের বিক্ষুব্ধ সহপাঠীরা সড়কে নেমে আসে। পরদিন সারা ঢাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। এক সপ্তাহ ধরে চলমান এ বিক্ষোভের মধ্যে কয়েকটি স্থানে শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হয়, তাদের সঙ্গে কোথাও কোথাও যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা হামলায় অংশ নিয়েছে বলে অভিযোগ রয়েছে।