টিভিতে ‘ঢাকা অ্যাটাক’

এবার টেলিভিশন পর্দায় দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

টিভিতে ‘ঢাকা অ্যাটাক’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে, ২০১৮

দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সফলতার পর এবার টেলিভিশন পর্দায় দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। দীপংকর দীপন পরিচালিত ছবিটি গত বছর ৬ অক্টোবর দেশের ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর ছবিটির প্রদর্শনী হয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। আলোচিত ছবিটি ঈদের পরদিন বেলা ৩টা ১০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

‘ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান। এটির অন্যতম চমক ভিলেন তাসকিন রহমান, যিনি বোমা নিষ্ক্রিয় ইউনিটের একজন সদস্য হিসেবে অভিনয় করেছেন। ছবিতে পুলিশ কমিশনার, সোয়াট ও গোয়েন্দা কর্মকর্তা, সাংবাদিক সব ধরনের চরিত্রই আছে। এতে অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে পুলিশের ব্যবহূত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও পাঁচ কিলোগ্রাম ওজনের হেলমেট। এক দল চৌকস পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে সাজানো হয়েছে এটি।

ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. ও থ্রি হুইলারস লিমিটেড।

‘ঢাকা অ্যাটাক’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads