চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পের ২৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চীন থেকে সংগৃহীত টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে আগামী অক্টোবরের শেষদিকে টানেল খননের কাজ শুরু করা হবে। গতকাল শনিবার প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চীন সরকারের আর্থিক সহায়তায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে দেশে প্রথম এই টানেল প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সকালে পতেঙ্গা এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শনে যান। এ সময় উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) ড. অনুপম সাহা প্রকল্প ও কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, দুটি টিউবের মূল টানেলের দৈর্ঘ্য হবে ৩ দশমিক ৪ কিলোমিটার। এই টানেল আনোয়ারা উপজেলাকে চট্টগ্রাম শহরের সঙ্গে সংযুক্ত করবে।
টানেল প্রকল্প পরিদর্শনকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।