গেল মার্চ মাসের মাঝামাঝিতে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের নতুন গান ‘ল্যায়লা’। প্রকাশের শুরু থেকেই শ্রোতা-দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে আঁখির ‘ল্যায়লা’ গানটি। শুধু শ্রোতা-দর্শকের মাঝেই নয়, টিকটকেও গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এর আগেও টিকটকে বিভিন্ন শিল্পীর গান নিয়ে তাদের ভক্ত-দর্শক টিকটক করেছেন। কিন্তু আঁখি আলমগীরের ‘ল্যায়লা’ গানটি নিয়ে অল্প সময়ে যত টিকটক হয়েছে তা বাংলাদেশের অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে হয়নি- এমনটাই জানালেন টিকটক হিট বাংলাদেশ ও টিকটক মিউজিক্যালি বাংলাদেশের গ্রুপ ফাউন্ডার রথি ও ইভা। তারা জানান, দশ দিন আগে টিকটকে গানের কনটেস্ট হিসেবে ‘ল্যায়লা’র ভিউয়ার্স হচ্ছেন প্রায় ২৩ লাখ এবং এই হ্যাস ট্যাগ ব্যবহার করে মাত্র দশ দিনে দশ হাজারেরও বেশি মানুষ ‘ল্যায়লা’ নিয়ে টিকটক করেছেন, যা এত অল্প সময়ে আঁখি আলমগীরের গানটি রেকর্ড করেছে।
রথি ও ইভা জানান- টিকটকে তাদের গ্রুপের যাত্রা শুরু হয়েছিল গত বছরের শুরুতে। এক বছরেরও বেশি সময় বাংলাদেশের কোনো শিল্পীর এত অল্প সময়ে কোনো গানের এত টিকটক হয়নি। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আঁখি আলমগীর। তাই টিকটকের এই গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আঁখি আলমগীর এবং গেল ১ এপ্রিল আঁখি আলমগীরের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় টিকটিকের এই গ্রুপের মধ্যে উপস্থিত ছিলেন রথি, ইভা ও বৃষ্টি। তবে তারা জানান, তাদের গ্রুপের মধ্যে সানজিতা, অরিয়ন, লুবাব, তাসকিনও রয়েছেন। এই সাতজনই আন্তরিকভাবে এই গ্রুপের হয়ে কাজ করেন।