টাঙ্গাইলের বাসাইলে বজ্রাপাতে সানিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।
নিহত সানিয়া কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের শহীদ মিয়ার মেয়ে। সে বাসাইল উপজেলার কাশিল গ্রামে নানার বাড়িতে থেকে কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়াশোনা করতো।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সানিয়া ও তার খালাতো বোন সাদিয়া বৃষ্টিতে বাড়ির পাশে আম কুঁড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রাপাত হলে দু'জনেই আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহমদ পিন্টু জমাদার বলেন, বজ্রাপাতে দু'জনেই আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।