টাঙ্গাইল-৭ (মির্জাপুর) শূন্য ঘোষিত আসনের আসন্ন উপনির্বাচকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যকরী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ।
শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় খান আহমেদ শুভ'র আ.লীগ থেকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নির্বাচনে আ.লীগের চির প্রতিদ্বন্দ্বী বিএনপি অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, এই আসন থেকে টানা চার বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর আ.লীগের মনোনয়ন পেতে ১০ নেতা দৌড়ঝাপ শুরু করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।