টঙ্গীবাড়ীতে পদ্মা নদীর রুদ্রমূর্তি

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

টঙ্গীবাড়ীতে পদ্মা নদীর রুদ্রমূর্তি

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন, ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদী রুদ্রমূর্তি ধারণ করেছে। বর্ষার শুরুতেই উজান হতে নেমে আসা ঢলের পানিতে তীব্র স্রোত বইছে পদ্মা। যার ফলে উপজেলার হাসাইল, দিঘিরপাড়, হাইয়ার পাড়, পাঁচগাও, কামারখাড়া গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে হুমকির মুখে পড়েছে পাচগাও গ্রামের শত কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদী তীর সংরক্ষণ বাধ এবং মাত্র চার বছর আগে নির্মিত হাইয়ারপাড় গ্রামের হাইয়ারপাড় আল-মদিনা জামে মসজিদ। মসজিদের কিছু অংশ নদীতে বিলীন হয়ে নদীর দিকে একেবারে হেলে পরেছে। যে কোন মুহুর্তে পুরো মসজিদটি নদীতে বিলীন হয়ে যাবে।

এছাড়া ইব্রাহিম খান ও মোস্তফা খানের দিঘিরপাড় বাজারের স’মিলের সামনে ভাঙ্গন দেখা দিয়েছে। তারা নিজ উদ্যোগে ওই স্থানে বাঁশ পুতে আবর্জনা ফেলে ভাঙ্গনরোধের চেষ্টা করছে।

এ ব্যপারে স’মিলের মালিক ইব্রাহিম খান জানান- স’মিল রক্ষায় নিজ অর্থায়নে নদীতে বাঁশ পুতে বাধ দেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জগলুল হালদার ভুতু জানান- নদী ভাঙ্গন রক্ষা আমার নীজ অর্থায়নে ৩শত মিটার জিএ ব্যাগ ফেলার প্রক্রিয়া চলছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে আরও ২শত মিটার জিএ ব্যাগ ফেলা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান- ভাঙ্গনকবলিত স্থানগুলি পরিদর্শন করে দেখেছি। ভাঙ্গনরোধে ব্যাবস্থা নিতে ডিসি অফিসে রিপোর্ট পাঠিয়েছি। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে জিএ ব্যাগ ফেলার কাজ চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads