টক মিষ্টি ঝালে টয়া

মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

টক মিষ্টি ঝালে টয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০১৯

রম্য-বিদ্রূপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’। খায়রুল বাবুইয়ের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবু হেনা রনি। আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। সাপ্তাহিক এ অনুষ্ঠানে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।

আড্ডার ফাঁকে অভিনয় ক্যারিয়ারে নিজের ত্যাগ স্বীকারের বিভিন্ন ঘটনা জানিয়েছেন টয়া। তিনি জানান, ভালোবাসার মানুষের সঙ্গে অভিমান করে অভিনয়ই ছেড়ে দিয়েছিলেন তিনি।

অনুষ্ঠানটির প্রযোজক জানান, ‘টক মিষ্টি ঝাল’র আজকের পর্বের শিরোনাম ‘ভালোবাসা দি—বস’। অনুষ্ঠানটির এ পর্বে টয়া তার প্রথম প্রেমের গল্প ও বতর্মান প্রেমিক সম্পর্কে না বলা অনেক তথ্য দিয়েছেন।

অনুষ্ঠানের ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফর্ম করবেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান মোশাররফ খান ইয়াফি। এ ছাড়া রয়েছে নিয়মিত সেগমেন্ট ‘ঝালাইবাজ’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads