ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধ' নিহত ১

ঝিনাইদহে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আমিরুল ইসলাম ওরফে পচা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন

ছবি: সংরক্ষিত

অপরাধ

ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধ' নিহত ১

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০১৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন র‍্যাব সদস্য।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

র‍্যাব জানিয়েছে, নিহত আমিরুল ইসলাম ওরফে পচা (৪২) ওই উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

র‍্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মর্শেদ বলেন, একদল ডাকাত ভাতুরিয়া গ্রামে জড়ো হয়েছে খবর পেয়ে তাদের একটি টহল দল সেখানে অভিযানে যায়।এ সময় ডাকাতরা র্যালবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র্যা বও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর পিছু হটে ডাকাত দল। তখন ঘটনাস্থলে আমিরুল ইসলাম ওরফে পচাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

তিনি বলছেন, অভিযানে র্যা বের তিন সদস্যও আহত হয়েছেন। তাদের হরিণাকুণ্ডু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দোনালা বন্দুক, দুটি গুলি, একটি হাসুয়া এবং কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads