জয়পুরহাটে ঝড়ে দেয়াল চাপায় ২ শিশুসহ নিহত চার

ফাইল ছবি

প্রাকৃতিক দুর্যোগ

জয়পুরহাটে ঝড়ে দেয়াল চাপায় ২ শিশুসহ নিহত চার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে, ২০২০

জয়পুরহাটে ক্ষেতলাল ও কালাই উপজেলায় ঝড়ে মাটির ঘরের দেয়াল চাপায় ৪ জন নিহত হয়েছে।এছাড়া ঝড়ে ৪০টি গ্রামে হাজারেরও বেশি ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ী গ্রামে ও কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ক্ষেতলাল পৌর শহরের খলিশাগাড়ী মহল্লার একই পরিবারের জয়নাল আবেদীনের স্ত্রী শিল্পি বেগম (২৮), তার দুই ছেলে নেওয়াজ (৭) ও নেওয়ামুল (৩) এবং কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের মৃত ছালামতের স্ত্রী মরিয়ম নেছা (৭০)। 

ঝড়ে মাটির ঘরের দেয়াল চাপায় স্ত্রী ও সন্তান হারানো খলিশাগাড়ী মহল্লার জয়নাল আবেদীন বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ করে ঘরের দেয়াল ভেঙে পড়ে আমাদের উপর। আমি ওই সময় বের হতে পারলেও স্ত্রী ও সন্তানরা বের হতে পারেনি। 

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, ঝড়ের তাণ্ডবে খলিশাগাড়ী মহল্লার একই পরিবারের মা ও দুই ছেলে মারা গেছেন। এছাড়া শত শত বাড়ি ঘরের টিনের চালা উড়ে গেছে। ক্ষতির সঠিক পরিসংখ্যান জানতে কাজ চলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর জেলায় প্রবল বেগে ঝড় বয়ে যায়। ঝড়ে ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দুই শিশু সন্তানসহ এক নারী এবং কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের এক বৃদ্ধা দেয়াল চাপা পড়ে মারা গেছে। ক্ষেতলালের তিলাবদুল এলাকায় মুরগীর সেড ভেঙে ৪০ হাজার মুরগী মারা গেছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads