জনপ্রশাসনের পাঁচজন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এই পদোন্নতির আদেশ দিয়ে জানিয়েছে, আপাতত আগের দ্প্তরেই তারা দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ সচিব জুয়েনা আজিজ।
এই পাঁচ কর্মকর্তাকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়ালো ১১ জন। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের পরেই তাদের অবস্থান।
এ ছাড়া সচিব ও সমমর্যাদার তিন দফতরে এসেছে নতুন মুখ। দুর্নীতি দমন কমিশনের সচিব মো. শামসুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। দুদক সচিবের দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মুহাম্মদ দিলোওয়ার বখত।
অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।