শিক্ষা

জেলায় শ্রেষ্ঠ নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে, ২০২৩

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামছুল আলম স্বাক্ষরিত এক চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলার ৯টি উপজেলার মধ্যে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলামের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেব নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন নাগেশ্বরীবাসীর সকলের।
তার এ অর্জনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান ও বিভিন্ন স্থরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিবাদন জানান।
উল্লেখ্য তিনি ২০১৯ সালের ১৯ অক্টোবর নাগেশ্বরীতে উপজেলা শিক্ষা অফিসার হিসেব যোগদান করে সচ্ছতার সাথে কাজ করে প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads