হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামছুল আলম স্বাক্ষরিত এক চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলার ৯টি উপজেলার মধ্যে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলামের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেব নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন নাগেশ্বরীবাসীর সকলের।
তার এ অর্জনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান ও বিভিন্ন স্থরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিবাদন জানান।
উল্লেখ্য তিনি ২০১৯ সালের ১৯ অক্টোবর নাগেশ্বরীতে উপজেলা শিক্ষা অফিসার হিসেব যোগদান করে সচ্ছতার সাথে কাজ করে প্রশংসিত হয়েছেন।