জুনে ৩১ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক উদ্ধার করেছে বিজিবি

জুন মাসে সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩১ কোটি টাকা চোরাই পণ্য ও মাদক আটক করেছে বিজিবি

ছবি সংগৃহীত

অপরাধ

জুনে ৩১ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক উদ্ধার করেছে বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৭ জুলাই, ২০১৮

জুন মাসে সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩১ কোটি ১৯ লাখ ছয় হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আটককৃত মাদকের মধ্যে রয়েছে- এক লাখ ৭৯ হাজার ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, চার হাজার ৮১৭ বোতল বিদেশি মদ, ১৪৭ লিটার বাংলা মদ ও ১৯ হাজার ৬৭৪ বোতল ফেনসিডিল।

এছাড়া এসময় এক হাজার ৫৬৫ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, এক হাজার ৭১৮টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট, ১১ হাজার ৮৩৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং দশ লাখ ১৩ হাজার ২০টি অন্যান্য ট্যাবলেট উদ্ধার করা হয়।

চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে দশটি সোনার বার, পাঁচ হাজার ৯৮৮টি শাড়ি, দুই হাজার ২৬ পিস থ্রীপিস/শার্টপিস, ৩৪ হাজার ১৩৩ মিটার থান কাপড়, ১৮ হাজার ৪১৯টি তৈরী পোশাক, এক হাজার ৮১ টি গাড়ীর যন্ত্রাংশ, তিনটি পিকআপ, তিনটি ট্রাক, ১২ টি সিএনজি চালিত অটোরিক্সা, ৫০ টি মোটর সাইকেল, চার হাজার ৮৬০ ঘনফুট কাঠ এবং ছয় হাজার ১০৭ কেজি চা পাতা।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ২০ রাউন্ড গুলি এবং নয়টি ম্যাগাজিন।

বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১৪৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে জুন মাস পর্যন্ত বিজিবি ৪৯৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads