প্রাকৃতিক দুর্যোগ

জামালপুরে হু হু করে বাড়ছে বন্যার পানি 

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন, ২০২০

উজান থেকে নেমে আসা ভারতীয় পাহারী ঢলে জামালপুরের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি হু হু করে বাড়ছে। এতে জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়াগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে শনিবার সন্ধা ৬টায় যমুনা নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার পানি দ্রুত বাড়ছে। 

স্থানীয় সুত্রে জানাগেছে, গত তিনদিন ধরে বন্যার পানি হুহু করে বাড়ছে। বন্যায় যমুনা তীরবর্তী ও চরাঞ্চলের বহু নিম্নাঞ্চল  ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বিশেষ করে শনিবার সন্ধার মধ্যেই জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাধীন যমুনার চরাঞ্চল সমূহের অসংখ্য নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। 

ইসলামপুরের সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, যমুনার পেটে জেগে উঠা সাপধরী ইউনিয়নের নতুন চরাঞ্চল সমূহে আষাঢ় মাসেই অতিরিক্ত বন্যার পানি প্রবেশ করেছে। এতে  সাপধরীর প্রজাপতি, চরশিশুয়া, চরনন্দনের পাড়া, আমতলি,  কাশারীডোবা, কটাপুর, ইন্দুল্যামারী, আকন্দ পাড়া, কোদাল ধোয়া, মন্ডল পাড়া,  বিশরশি ও চেঙ্গানিয়া চরাঞ্চল সমুহের অসংখ্য নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু কৃষকের পাট ও আউশ ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এসব চরাঞ্চলের অন্ততঃ ৫ হাজার বাড়ীঘরে বন্যার পানি প্রবেশ করেছে। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট শুরু দিয়েছে।

স্থানীয় সুত্রে আরো জানাগেছে, এবছরের আগাম বন্যায় যমুনার বুকে জেগে উঠা দেওযানগঞ্জের খোলাবাড়ী এবং ইসলামপুরের শ্বশারিয়াবাড়ী, জিগাতলা, বরুল, মন্নিয়া ও বেলগাছা চরাঞ্চল সমূহের বহু কৃষকের পাট ও ধানক্ষেত তলিয়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads