জামালপুরে বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

জামালপুরের বকশীগঞ্জে কামালপুর ইউনিয়নে বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

ছবি : বাংলাদেশেল খরব

প্রাকৃতিক দুর্যোগ

জামালপুরে বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই, ২০১৯

গতকয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নে বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া, বালুঝুড়ি, কনেকান্দা, সোমনাথপাড়াসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়ায় এসব এলাকার প্রায় ২০টি পুকুর, দুইটি মাছের প্রকল্প ও অসংখ্য বীজতলা নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সাতানিপাড়া গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ ও সর্দার মিয়া জানান, দ্রুত বাঁধটি সংস্কার করা না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান তাজুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads