জাবির মেয়েরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করছে : ড. ফারজানা

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবির মেয়েরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করছে : ড. ফারজানা

  • শাহিনুর রহমান শাহিন, জাবি
  • প্রকাশিত ১ মার্চ, ২০১৯

‘বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল হিসেবে নওয়াব ফয়জুন্নেসা হল এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও গৌরবের সাক্ষী। এ বিশ্ববিদ্যালয় ও হলের ছাত্রীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করেছে।’

‘স্মৃতির বর্তমানে, হৃদয়ের টানে’ এই প্রতিপাদ্য স্লোগানকে ধারণ করে আজ শুক্রবার সকাল দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মেয়েরা সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করছে।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. নাহিদ হকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধনের পর কেক কাটা হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গী, পরিবহণ চত্বর, প্রশাসনিক ভবন, শহীদ মিনার, অমর একুশে, টারজান পয়েন্ট ও মেয়েদের হলসমূহ প্রদক্ষিণ করে ফয়জুন্নেসা হলের সামনে এসে শেষ হয়।

এদিকে পুনমির্লনী অনুষ্ঠান উপলক্ষে হল জুড়ে চোখে পড়ে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের মিলনমেলা। প্রাক্তন ছাত্রীদের সাথে বর্তমান ছাত্রীদের সখ্যতা, হাসি-তামাশা রীতিমতো উৎসবে রুপ নেয়। কেউবা পুরানো বান্ধবীদের পেয়ে বুকে জড়িয়ে দু:খ সুখের গল্প করছেন। কেউবা প্রিয় বান্ধবীর দেখা পেয়ে হাউমাউ করে কেঁদে উঠছেন। এ যেন এক টুকরো ভালবাসার পরিবার।

পুনমির্লনী অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য শামীমা সুলতানা ঝর্ণা বলেন, অনেক পরিশ্রম, মেধা দিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। খুবই ভাল লাগছে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের আনন্দঘন মুহুর্ত দেখে। আশা করি বর্তমান ছাত্রীরা যারা আছে ভবিষ্যতে এরকম মনোরম অনুষ্ঠানের আয়োজন করবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ফয়জুন্নেসা হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা আখতার, সদস্য সচিব হাবিবা ইয়াসমীন মিনা এবং পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসাবে সন্ধ্যা ৭টায় ব্যান্ডদল ‘চিরকুট’ এর কনসার্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads