জাবির অফিসার সমিতির নির্বাচন: সভাপতি আবু হাসান, সম্পাদক জাহিদ

ছবি : সংগৃহীত

শিক্ষা

জাবির অফিসার সমিতির নির্বাচন: সভাপতি আবু হাসান, সম্পাদক জাহিদ

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল সভাপতি, সহ-সভাপতিসহ ৯টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে বিএনপিপন্থী প্যানেল সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে।

গতকাল বুধবার রাতে ভোট গগণা শেষে ফলাফল ঘোষণা করলে এই তথ্য জানা যায়।

এতে আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান, সহ-সভাপতি পদে মোাহাম্মদ আজীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহতাব-উজ-জাহিদ, কোষাধ্যক্ষ পদে বলাই চন্দ পাল, প্রচার সম্পাদক পদে এলিজা সুলতানা নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে মো. সারোয়ার হোসেন, মোহাম্মদ নূরে-কামাল, মো. আব্দুল মান্নান, মো. ফারুকুল ইসলাম জয়লাভ করেছেন।

অন্যদিকে বিএনপি পন্থী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই প্যানেল থেকে কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. এহতেশামুল হক, মো. খায়ের উদ্দিন, গোলাম মোস্তফা, বেগম নাছরিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads