জাপানেও নিষিদ্ধ হতে পারে হুয়াওয়ে

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

জাপানেও নিষিদ্ধ হতে পারে হুয়াওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৮

জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ে এবং জেডটিইর কাছ থেকে সরঞ্জাম কেনায় নিষেধাজ্ঞার কথা ভাবছে জাপান। অতি গোপনীয় তথ্য ফাঁস এবং সাইবার আক্রমণ ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

চীনের এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, এই অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোতে চাপের মধ্যে আছে হুয়াওয়ে এবং জেডটিই। সমপ্রতি নিউজিল্যান্ডও এই দুই প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো ধরনের ফাইভজি ইকুইপমেন্ট কিনবে না।

জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রয় সংক্রান্ত নীতিমালা খতিয়ে দেখছে দেশটি। কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সেখানে সরাসরি হুয়াওয়ে এবং জেডটিইর নাম ব্যবহার করা নাও হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য করেননি জাপান সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা। তবে তিনি জানিয়েছেন, সাইবার নিরাপত্তাসহ বেশ কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে কাজ করছেন তারা।

এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের কোনোটিই এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি। যদিও চীন সরকারের হয়ে তথ্য চুরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুয়াওয়ে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads