জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে শ্রীপুরে সাত এতিমখানায় পুষ্টিকর খাদ্যসামগ্রী দিল উপজেলা স্বাস্থ্য বিভাগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে শ্রীপুরে সাত এতিমখানায় পুষ্টিকর খাদ্যসামগ্রী দিল উপজেলা স্বাস্থ্য বিভাগ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২০

গাজীপুরের শ্রীপুরে সাতটি এতিখানায় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে এতিমখানাগুলোতে এ সব পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এতে সহযোগিতা করে।

করোনা ভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই এ কার্যক্রম চালানো হয়েছে। এ সময় প্রতিটি এতিমখানায় আড়াই মণ চাল, ৪০ কেজি ডাল, ৫ লিটার ভোজ্যতেল, ১০ কেজি আলু, ১০ কেজি ছোলা ও ১০ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ আকরাম দোলন, চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. আতিকুর রহমান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, পুষ্টি হলো উন্নয়নের মুল বুনিয়াদ। আমরা সাধারণত এভাবে পুষ্টির বিষয়টি দেখতে অভ্যস্ত না। মনে করি পেট ভরে ডাল-ভাতই যথেষ্ট। সেখানে যে
আলাদাভাবে পুষ্টিসমৃদ্ধ খাবারের দরকার আছে এবং পুষ্টির সঙ্গে যে উন্নয়নের একটা ঘনিষ্ঠ  যোগাযোগ আছে, সেটা ভাবতে চাই না।

খাদ্যসামগ্রী বিতরণকালে বয়স ভিত্তিক পুষ্টি সম্পর্কেও অবহিত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads