মোবিল যমুনার লোগো

ছবি সংরক্ষিত

পুঁজিবাজার

জমি কিনবে মোবিল যমুনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুন, ২০১৮

জালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি মোবিল যমুনার (এমজেএল বিডি) পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত কোম্পানিটির খাটঘর গুদাম সংলগ্ন স্থানে ১ দশমিক ৪৭ একর জমি কিনবে। এতে ব্যয় হবে সাড়ে ১৭ কোটি টাকা। কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণে জমিটি ব্যবহার করা হবে।

মোবিল যমুনা ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ৩৪ টাকা ৯৩ পয়সা।

২০১১ সালে পুঁজিবাজারে আসা মোবিল যমুনার অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩০১ কোটি ৬৬ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads