জন্মদিনেও শুটিংয়ে তানিয়া বৃষ্টি

অভিনেত্রি তানিয়া

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

জন্মদিনেও শুটিংয়ে তানিয়া বৃষ্টি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

আজ তানিয়া বৃষ্টির জন্মদিন। জন্মদিনে রাজধানীর তিনশ’ ফুট এলাকায় ফরিদুল হাসান পরিচালিত আরটিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘লাকি থার্টিন’র শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। এই ধারাবাহিকে তিনি চাঁদনী চরিত্রে অভিনয় করছেন। নাম ভূমিকায় অভিনয় করছেন অহনা রহমান। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টায় আরটিভিতে তানিয়া বৃষ্টি অভিনীত এই ধারাবাহিকটি প্রচার হচ্ছে। আজ রাত ১০টায় এই নাটকের ৩০তম পর্ব প্রচার হবে বলে জানালেন নির্মাতা।

জন্মদিনেও শুটিংয়ে থাকা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘যেহেতু লাকি থার্টিন প্রচার চলতি ধারাবাহিক নাটক, তাই এর শিডিউল আগেই নেওয়া ছিল। যখন শুটিংয়ের শিডিউল দিই, তখন আসলে জন্মদিনের বিষয়টি মাথায় ছিল না। তা ছাড়া সব শিল্পীর সমন্বিত শিডিউল পাওয়াও অনেক কঠিন। তাই আমার জন্মদিন হলেও কিছু করার নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দিনটি ভালোভাবে কেটে যায়।’

তানিয়া বৃষ্টি জানান, গতকাল রাতেই ঘরোয়াভাবে জন্মদিনের প্রথম প্রহরের শুভ সূচনা হয় রাজধানীর মগবাজারে ডাক্তার গলিতে তার নিজ বাসভবনে। তখন তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

২০১২ সালে একজন ভিট তারকা হিসেবে মিডিয়ায় তানিয়া বৃষ্টির যাত্রা শুরু হলেও এখন নিজের সহজাত অভিনয় দিয়ে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিণত করেছেন। তানিয়া বৃষ্টিকে নিয়ে নির্মাতাদেরও আগ্রহ বাড়ছে। সহশিল্পীরাও তার অভিনয়ের প্রশংসা করছেন এখন। যে কারণে তানিয়া বৃষ্টি বর্তমানে অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন তিনি চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে ‘লাকি থার্টিন’, ‘কমেডি ৪২০’ ও ‘রসের হাঁড়ি’।

এ ছাড়া তানিয়া বৃষ্টি ‘মুশকিল আসান প্রাইভেট লিমিটেড’ নামের নতুন আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এদিকে এরই মধ্যে রাজধানীর মগবাজারের একটি প্রতিষ্ঠানে ইংলিশ স্পোকেন ক্লাস করছেন তানিয়া বৃষ্টি। যে কারণে অভিনয়ের পাশাপাশি ক্লাসেও তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। তানিয়া বৃষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ঘাসফুল’,‘ লাভার নাম্বার ওয়ান’ ও ‘যদি তুমি জানতে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads