জনগণের দাবী অনুযায়ী কাজ করে যাবো : শাহাজাহান কামাল

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

জনগণের দাবী অনুযায়ী কাজ করে যাবো : শাহাজাহান কামাল

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০১৮

বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর সদর-৩ আসনে নব নির্বাচিত মহাজোটের প্রার্থী একে এম শাহাজাহান কামাল বলেছেন, লক্ষ্মীপুরের মানুষ আমাকে ভালোবাসে। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে। এ জন্য নির্বাচন কমিশন ও লক্ষ্মীপুরের প্রশাসন সহ যে সকল নেতাকর্মী কাজ করেছে তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমি নির্বাচিত হয়েছি, এখন জেলার মানুষের দাবী অনুযায়ী কাজ করবো। এলাকার রাস্তা-ঘাট, পুল, কালভার্টসহ বিভিন্ন সমস্যা গুলো সমাধানে কাজ করে যাবো।

মন্ত্রী আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে আমি লক্ষ্মীপুর বাসীকে ওয়াদা দিয়েছি লক্ষ্মীপুর সদর হাসপাতাল কে ৫০০ শয্যা বিশিষ্ট উন্নীত, রেললাইন সংযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মজু চৌধুরী হাটে বন্দরের কাজ শুরুসহ জেলার উন্নয়নে সংগ্রাম করে যাবো।

মুক্তিযুদ্ধের চেতনা অনুপ্রাণিত ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য আমাকে ভোটাররা নির্বাচিত করেছে । বাংলার মানুষ আওয়ামী লীগ কে ভালোবাসে সেই ভালোবাসা ভোটের প্রমাণীত করেছে। তিনি জেলার উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads