কিছুদিন আগে আকস্মিকভাবেই ক্যানসার আক্রান্তের খবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কিন্তু ১২ বছরের ছেলেকে এই কঠিন সত্যিটা জানানো বেশ কঠিন ছিল অভিনেত্রীর কাছে। অবশেষে সে বাধা পেরতে সক্ষম হলেন তিনি। সবটা শোনার পর ছেলেই যেন হয়ে উঠল মায়ের সাপোর্ট সিস্টেম।
সোনালি এবং তার পরিবারের কাছে এই সময়টা অত্যন্ত কঠিন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পরই নিউ ইয়র্কে সপরিবার চিকিৎসার জন্য গিয়েছেন তিনি। কেটে ফেলতে হয়েছে চুল। কিন্তু ১২ বছরের ছেলে রণবীরকে নিজের রোগের কথা জানানো দরকার ছিল। মা হিসেবে সোনালি ভয় পেয়েছিলেন। ছেলে কি এই সত্যিটা মেনে নিতে পারবে? তাকে অবাক করে দিয়েই নাকি রণবীর খুব শান্ত ভাবে সবটা শুনেছে। মেনে নিয়েছে এই কঠিন সত্যি।
ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে এ কথা শেয়ার করেছেন স্বয়ং সোনালি।‘ওকে পুরো সত্যিটা জানানো খুব দরকার ছিল। ছোট থেকেই ওকে যে কোনও বিষয় পরিষ্কার করে বলেছি। এ বারও সেটাই করতে চেয়েছিলাম। ও এত পরিণত মনস্কের মতো খবরটা শুনল…। তার পর থেকে ও আমার শক্তি হয়ে উঠেছে। কোনও কোনও পরিস্থিতিতে ওই আমার অভিভাবক হয়ে উঠছে। এটাই আমার দরকার ছিল…।’
ইরফান খানের পর সোনালির ক্যানসারের খবরে রীতিমতো উদ্বিগ্ন পুরো বলিউড পাড়া। ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা। সে সব দেখে সোনালি বলেছেন,‘গত কয়েক দিনে আমি যে ভালবাসা পেয়েছি তাতে আপ্লুত। বিশেষ করে তাদের কথা বলব,যারা নিজেদের অথবা প্রিয়জনের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা শেয়ার করেছেন। আপনাদের কথা আমাকে আরও শক্তি দিয়েছে। আমার মনে হয়েছে আমি একা নই।’
সোনালি জানিয়েছিলেন,এই অসুখ শরীরে ছড়িয়ে পড়লেও এত দিন তা টেরই পাননি। সম্প্রতি শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার জেরে কিছু পরীক্ষা করাতে হয় তাকে। তাতেই তার ক্যানসার ধরা পড়ে।