রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব এক্সপো। গতকাল বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। তবে এর আগে থেকেই স্মার্টফোনপ্রেমীদের ভিড় দেখা গেছে মেলায়।
মেকার কমিউনিকেশনস আয়োজিত স্মার্টফোন ও ট্যাব মেলার দশম আসর এটি। এবারের আয়োজনে অংশ নিয়েছে শীর্ষস্থানীয় প্রায় সব স্মার্টফোন ব্র্যান্ড। এর মধ্যে আছে স্যামসাং, টেকনো, নকিয়া, সিম্ফনি, উই, হুয়াওয়ে, অপো, ভিভো, লাভা, লেনেভো, শাওমিসহ বেশ কিছু ব্র্যান্ড। মেলা উপলক্ষে বিভিন্ন মডেলের স্মার্টফোনে ছাড় এবং উপহারও দিচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এর বাইরে মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। ১৪ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
মেলায় যত অফার
মেলা উপলক্ষে বিভিন্ন স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে অফার ও ছাড় ঘোষণা করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেলা থেকে স্মার্টফোন কিনলে পাওয়া যাবে সর্বোচ্চ ২৩ শতাংশ মূল্যছাড়। এছাড়া পাওয়া যাবে বিভিন্ন উপহারও। এর বাইরে হেডফোন, ব্লুটুথ হেডফোন, কুইক চার্জারসহ বেশ কিছু অ্যাক্সেসরিজের ওপর পাওয়া যাবে ৪৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এছাড়া শুধু পাওয়ার ব্যাংক এবং কালার ব্যান্ড এ২-তে পাওয়া যাবে বিশেষ ছাড়। মেলায় হুয়াওয়ে মেট১০প্রো ৮৩ হাজার ৯০০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ৬৫ হাজার টাকায়। এছাড়া নোভা২আই এবং নোভা৩ই কেনা যাবে বাজারমূল্য থেকে কম দামে।
স্যামসাং জানিয়েছে, স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে বিভিন্ন স্মার্টফোনে পাওয়া যাবে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। এছাড়া শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালে পাবে আরো ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। গ্যালাক্সি জে৮ মডেলের নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি, যার অগ্রিম বুকিং দেওয়া যাবে মেলা থেকে।
দেশি স্মার্টফোন ব্র্যান্ড উই জানিয়েছে, প্রতিটি স্মার্টফোনে ক্রেতারা পাবেন মূল্যছাড় এবং একটি উপহার। এছাড়া লটারিতে অতিরিক্ত আরো একটি উপহার পাবেন ক্রেতারা। লটারিতে পুরস্কার হিসেবে থাকছে ব্যাংকক ভ্রমণের রিটার্ন টিকেট, ইলেকট্রিক বাইক, বাইসাইকেল, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার প্রভৃতি।
মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোনে নিশ্চিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে টেকনো মোবাইল। এছাড়া প্রতিটি স্মার্টফোনের সঙ্গেই থাকছে উপহার। মেলায় পাওয়া যাবে টেকনোর মোট ছয়টি ব্র্যান্ডের স্মার্টফোন।