চ্যানেল আইতে আমাদের সন্তানেরা

ছবি : সংগৃহীত

শোবিজ

চ্যানেল আইতে আমাদের সন্তানেরা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০১৯

চ্যানেল আই এর আয়োজনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সংগঠক, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ এর পরিকল্পনা ও সঞ্চালনায় ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানটির ১ম পর্ব প্রচারিত হবে আজ ১০ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে।  আজকের পর্বের  অতিথি  গনিত অলিম্পিয়াডে  প্রথম  বাংলাদেশী  স্বর্নপদক বিজয়ী  আহমেদ জাওয়াদ চৌধুরী।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয় ১৯৫৯ সালে রোমানিয়াতে। ২০০৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহন করে। ২০০৯ সালে  বাংলাদেশ প্রথম  ব্রোঞ্জ পদক অজর্ন করে। ২০১৮ সালে এর ৫৯ তম আসর হয় আবার রোমানিয়াতেই। এই ৫৯ তম আসরে বাংলাদেশ প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে । আহমেদ আবু জোনায়েদ চৌধুরী ও সৈয়দা ফারহানা খানম দম্পতির সন্তান জাওয়াদ  গত বছর চট্টগ্রাম ইংলিশ স্কুল এন্ড কলেজ  থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন।

‘আমাদের সন্তানেরা’— এই অনুষ্ঠানে নাসির উদ্দিন ইউসুফ এই চমক লাগা- ঘোর লাগা মানুষগুলোকেই তাদের ভিতর, বাইরে, অন্তঃ-বহিঃ বৃত্তে জানতে চেয়েছেন, জানাতে চেয়েছেন সবাইকে। দেশের এই সব কৃতি সন্তানদের উজ্জ্বল আলোর প্রভায় আগামী দিনের তরুণ-তরুনী, দেশের মানুষ স্বপ্ন ও শক্তিস্নাত এবং ঋদ্ধ হবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads