চৌদ্দগ্রামে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

চৌদ্দগ্রামে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবারাত সোয়া ১টায় পৌরসভার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, নোয়াপাড়ায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের উপর গুলি ছুড়তে থাকে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী সেলিম মিয়া ও রুবেলকে উদ্ধার করে। এ সময় তাদের লুঙ্গির সঙ্গে কোমড়ে মোড়ানো পলিথিনের ব্যাগের মধ্যে ২ হাজার ১৫৫ পিস ইয়াবা  পাওয়া যায়।

আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই নুরুজ্জামান হাওলাদার।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads