চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ঘর পুড়ে ছাই

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আগুন লাগলে উৎসুক জনতা ভীড় জমায়

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ঘর পুড়ে ছাই

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর ঘর পুড়ে গেছে। এতে ঘরের ভিতরে থানা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় দলিলপত্র ও সব আসবাবপত্র পুড়ে যায়।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্দিন গ্রামের মজুমদার বাড়ির সৌদি প্রবাসী সোহাগ মজুমদারের বসতঘর থেকে বিকেল সাড়ে চারটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সোহাগ মজুমদার ও পাশের জেঠাতো ভাই প্রবাসী আলম মজুমদারের দুইটি বসতঘর ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। দুই ঘরের লোকজনের চিৎকারে আশ-পাশের জনতা ছুটে এসে আগুনের নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণ করি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads