ইসরাইলের এনএসও গ্রুপ নামের এক নিরাপত্তা প্রতিষ্ঠানের বানানো ‘নজরদারি’ সফটওয়্যার চুরি করে তা ডার্ক ওয়েবে বিক্রির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক প্রোগ্রামার। পরিচয় গোপন করতে নিজেকে হ্যাকার দাবি করা ওই প্রোগ্রামার পাঁচ লাখ ডলার দাবি করলে একজন ক্রেতা তা কিনতেও আগ্রহী হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এনএসও গ্রুপ মূলত নজরদারি সফটওয়্যার বানানোর জন্য পরিচিত। আর এই প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন তিনি। সোর্স কোডসহ প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার ছিল অভিযুক্ত ব্যক্তির। সেখান থেকেই সোর্সকোড ডাউনলোডের পর তা ডার্ক ওয়েব বাজারে বিক্রির চেষ্টা করেন তিনি। এ ছাড়া নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে ক্রিপ্টোকারেন্সিতে মূল্য পরিশোধ করার শর্তও দেন ওই প্রোগ্রামার।
এই সফটওয়্যার কিনতে একজন রাজিও হন। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। কিন্তু এই ক্রেতা সফটওয়্যারটি কেনার জন্য এর আগেও এনএসওর সঙ্গে যোগাযোগ করেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে। আর এ ধরনের কাজ করে ধরা পড়লে তাকে বহিষ্কার করা হবে জেনেও তিনি এই সফটওয়্যার চুরি করেছিলেন বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে বিষয়টির ওপর গুরুত্বারোপ করে ইসরাইলের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দিনগুলোতে এ ধরনের সফটওয়্যার বিক্রির চেষ্টা আরো বাড়লে তা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।