চীনে চালক ও যাত্রী কলহে বাস নদীতে

ছবি : সংগৃহীত

বিদেশ

চীনে চালক ও যাত্রী কলহে বাস নদীতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০১৮

চীনে বাসচালক ও যাত্রীর মধ্যে মারামারিতে সেতু ভেঙে একটি বাস নদীতে পড়ে গেছে। গত রোববারের ওই দুর্ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে বলে গতকাল শুক্রবার বিবিসির খবরে জানানো হয়। এ ছাড়া এখনো নিখোঁজ আছেন দুই যাত্রী।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, বিপরীত দিক থেকে আসা অন্য একটি যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। কিন্তু বাসের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভিন্ন দৃশ। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিপুলস ডেইলির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে মাঝ বয়সের এক নারী প্রথমে নিজের মোবাইল দিয়ে চালককে আঘাত করেন। এ সময় এক হাতে স্টিয়ারিং ধরে চালক ওই নারীকে পাল্টা আঘাত করেন।

এ সময় দ্রুতগতিতে চলতে থাকা বাসটি বিপরীত লেনের দিকে ঘুরে যায় এবং চংকিং সেতুর রেলিং ভেঙে সোজা ইয়াংজি নদীতে গিয়ে পড়ে।

এ ব্যাপারে পুলিশ জানায়, ওই নারীর নাম লিউ (৪৮)। তিনি যে বাসস্টপে নামবেন সেটি পেরিয়ে যাওয়ায় তিনি চালকের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে বাস থামাতে বলেন। চালক রাজি না হলে তিনি মোবাইল ফোন দিয়ে চালককে আঘাত করেন। বিবিসি জানায়, গত বুধবার রাতে নদীর ৭১ মিটার গভীর থেকে বাসটি টেনে তোলা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads