যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রতিষ্ঠান ও সরকারি এজেন্সির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকিংয়ের পেছনে চীনের দুই হ্যাকার জড়িত বলে অভিযোগ করেছে দেশটির বিচার বিভাগ। এ দুই হ্যাকার চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, অভিযুক্ত দুই হ্যাকার বেইজিংভিত্তিক এপিটি১০ হ্যাকিং গ্রুপের সদস্য। তারা চীনের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির এজেন্ট হিসেবেও কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে তারা যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থার কম্পিউটার নেটওয়ার্কে হানা দিয়েছে।
ঝু হুয়া এবং ঝ্যাং শিলং নামের এ দুই হ্যাকারের বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিং, প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে।
তবে হ্যাকিংয়ের শিকার প্রতিষ্ঠানগুলোর নাম না জানালেও বিচার বিভাগ জানিয়েছে, অ্যাভিয়েশন, স্পেস ও স্যাটেলাইট, উৎপাদন, ফার্মাসিউটিক্যাল, তেল ও গ্যাস অনুসন্ধান খাতের প্রতিষ্ঠান আছে তালিকায়। অভিযোগ আছে, এসব প্রতিষ্ঠানের কয়েকশ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে চীন।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত এ দুই হ্যাকার প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি ও আইবিএমের কম্পিউটার নেটওয়ার্কের পাশাপাশি তাদের গ্রাহকদেরও সাইবার আক্রমণ করেছে।
হ্যাকারদের চুরি করা তথ্যের মধ্যে আছে গ্রাহকদের নাম, জন্ম তারিখ, ইমেইল ঠিকানা, বেতন সংক্রান্ত তথ্য এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তালিকায় ১০ হাজারের বেশি নৌবাহিনী সদস্যের তথ্যও রয়েছে।