নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গাড়ি চালকের আসনে এক সৌদি নারী

ছবি ইন্টারনেট

মধ্যপ্রাচ্য

চালকের আসনে সৌদি নারীরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুন, ২০১৮

নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রোববার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। দশকের পর দশক ধরে সেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল।

গত বছরের সেপ্টেম্বরেই নারীদের গাড়ি চালানো সংক্রান্ত এ  ঘোষণাটি দিয়েছিল দেশটির সরকার।  আর চলতি মাসের শুরুর দিকে মেয়েদের প্রথম লাইসেন্স দেওয়া হয়।

সৌদি আরব ছিল একমাত্র দেশ যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ ছিল। গাড়ি চালানোর জন্য গাড়ির মালিকদের ব্যক্তিগত চালক রাখতে হত। এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে কোনো নারী গাড়ি চালালে তাকে জেল জরিমানা করা হতো।

সৌদি আরবের টেলিভিশনের এক কর্মী সাবিকা আল দোসারি এএফপি বলেন, প্রত্যেকটা সৌদি নারীর জন্য এটা একটা ঐতিহাসিক সময়।

তিনি বলেন, যখনই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন স্থানীয় সময় রাত নয়টায় তিনি গাড়ি নিয়ে রাস্তায় নেমে পরেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads