চাকসুর দাবিতে ছাত্রলীগের গণস্বাক্ষর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন

সংগৃহীত ছবি

শিক্ষা

চাকসুর দাবিতে ছাত্রলীগের গণস্বাক্ষর

  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।

এবিষয়ে ছাত্রলীগের সাবেক উপ- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার জানান, দীর্ঘ ২৮ বছর ধরে চাকসু না থাকায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় হচ্ছে না। নির্বাচন হলে দাবি আদায় সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় আমরা গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। অনতিবিলম্বে চাকসু নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি। আগামী দিনে উপাচার্যকে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে

জুবাইর উদ্দিন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads