চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি : আটক ১

মানচিত্রে চাঁদপুর

সংগৃহীত ছবি

অপরাধ

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি : আটক ১

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া এলাকায়  বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে  নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে দক্ষিন ধানুয়া এলাকার খাসের বাড়ির জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। জাকির হোসেন বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে কর্মরত রয়েছে।

ডাকাতির শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার পিতা আবদুল রব মাষ্টার জানান, বুধবার গভীর রাতে আগে থেকে ঘরে লুকিয়ে থাকা ডাকাত ঘরের দরজা খুলে দিলে ৪-৫ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আমাকে ও আমার স্ত্রীকে হাত পা বেঁধে জিম্মি করে ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্নালংকার, ৬-৭টি কাপড় ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ চৌধুরী বলেন, ‘খবর পেয়েই আমি, আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads