চাঁদপুরে বাংলাদেশ খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক বাংলাদেশের খবরের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে কেক কাটছেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) শওকত ওসমান, সনাক চাঁদপুর সভাপতি কাজী শাহাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি শাহ মোহম্মদ মাকসুদুল আলম, হাজীগঞ্জ মডেল সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীসহ অতিথিবৃন্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে বাংলাদেশ খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, ২০১৮

বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) শওকত ওসমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সনাক চাঁদপুর সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোয়ার আলী, হাজীগঞ্জ মডেল সরকারী কলেজের অধ্যক্ষ আলহাজ¦ অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক আলোকিত বাংলাদেশের চাঁদপুর প্রতিনিধি মো. শওকত আলী, দৈনিক খোলা কাগজের চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলমসহ স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মো. মহিউদ্দিন আল আজাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads