চাঁদপুরে পাঁচটি সিএনজি স্টেশনের মধ্যে দুটি বন্ধ

বন্ধ হওয়া হাজীগঞ্জের মান্নান সিএনজি স্টেশন

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

চাঁদপুরে পাঁচটি সিএনজি স্টেশনের মধ্যে দুটি বন্ধ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জুলাই, ২০১৮

অনিয়ম ও বকেয়া বিলের কারণে চাঁদপুর জেলার পাঁচটি সিএনজি স্টেশনের মধ্যে দু’টি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, মান্নান সিএনজি স্টেশন গোপনে গ্যাসের মিটার বন্ধ রেখে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হাতিয়ে নিচ্ছে খবর পেয়ে কুমিল্লা বাখরাবাদ কার্যালয়ের বিশেষ পরিদর্শন টিম তাদের সিএনজি স্টেশনটি সিলগালা করে দেয়।

অন্যদিকে, কয়েক মাসের বিল বকেয়ার কারণে আমির হোসেন সিএনজি স্টেশনটির মিটার খুলে নিয়ে গেছে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিঃ। যে কারণে গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্কুটারগুলোকে তিনটি স্টেশনের উপর এখন নির্ভর করতে হচ্ছে। এসব স্টেশেন গাড়ির জটের সৃষ্টি হচ্ছে। এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। গ্যাসের অভাবে সিএনজি কম চলায় সিএনজি চালকেরা ভাড়া হাকাচ্ছে দ্বিগুন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মহিবুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, হাজীগঞ্জের মান্নান সিএনজি স্টেশনটি বন্ধ করা হয়েছে কুমিল্লা কার্যালয় থেকে। তাদের মিটার টেস্টিংয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads