চাঁদপুরে কলেজ অধ্যক্ষ খুন

নিহত শাহিনা সুলতানা ফেন্সি

সংরক্ষিত ছবি

অপরাধ

চাঁদপুরে কলেজ অধ্যক্ষ খুন

জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জুন, ২০১৮

চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনা সুলতানা ফেন্সি (৫৭) খুন হয়েছেন। তিনি মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। এই ঘটনায় ফেন্সির স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। জহিরুল ইসলাম চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি।

শহরের ষোলঘর পাকা মসজিদ এর দক্ষিণ পাশে নিজস্ব বাসভবনে সোমবার রাত ১০টায় এ নির্মম ঘটনা ঘটে।

নিহতের ভাই ফোরকান জানান, লোকমারফত খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। এসে তার বোনকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে রক্তমাখা ছিলো। এরপর খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। আরেক ভাই নাঈম জানান, জহিরুল ইসলাম কয়েক বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম জুলেখা। বিয়ের পর থেকে তার বোনকে শারীরিক নির্যাতন করতেন। বিষয়টি আমরা পারিবারিকভাবে জানলেও বোন জামাতা প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবাদ করতে পারেনি।

চাঁদপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ ওলি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, মাথায় প্রচণ্ড আঘাতের কারণে ফেন্সির মৃত্যু হয়েছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনো জানতে পারিনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী অ্যাড. জহিরুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads