দীর্ঘদিন হলো বড়পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পূর্ণিমা। ঠিক কবে, কীভাবে ফেরা হবে তাও জানেন না তিনি। সম্প্রতি চলচ্চিত্রে ফেরা নিয়ে নিজের সেই অনিশ্চয়তার কথা জানালেন পূর্ণিমা। তিনি বলেন, অপেক্ষায় আছি আবার বড়পর্দায় ফেরার। কিন্তু কবে সে সুযোগ হবে তা এখনই বলতে পারছি না।
তিনি বলেন, চাইলে হয়তো যেকোনো সময় অভিনয় করতে পারতাম। কিন্তু আমি চাই ভক্তরা অনেক দিন মনে রাখবে এমন কিছু ছবিতে অভিনয় করতে। এ জন্যই কাজের মান নিয়ে সমঝোতা করি না।
যে ছবিতে নিজেকে ভিন্নরূপে তুলে ধরার সুযোগ নেই সে ধরনের ছবিতে আর কাজ করতে চান না বলেও জানান এই অভিনেত্রী। বড়পর্দা থেকে দূরে থাকলেও ছোটপর্দায় উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ‘এবং পূর্ণিমা’ নামে আরটিভির অনুষ্ঠানে সাবলীল উপস্থাপনার জন্য প্রশংসা পাচ্ছেন। অথচ আগে কখনো উপস্থাপনা করেননি। কাজটি করার আগে প্রস্তুতি কেমন ছিল? এমন প্রশ্নে পূর্ণিমা বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমাদের তো বিভিন্ন সময় নানা চরিত্রে অভিনয় করতে হয়। সাংবাদিক, ডাক্তার আবার কখনো উকিলের। উপস্থাপনার বিষয়টিকেও সেভাবেই নিয়েছি।
তিনি বলেন, আমি ধরে নিয়েছি, এটা অভিনয়ের একটা অংশ। আর প্রস্তুতি বলতে পারেন বিভিন্ন অনুষ্ঠান দেখেই নিয়েছি। আমাদের দেশের যারা স্বনামধন্য উপস্থাপক আছেন তাদের কাজ দেখেছি। এ ছাড়াও দেশের বাইরে কফি উইথ করণসহ বেশকিছু টিভি শো দেখেছি।
চলচ্চিত্রে পূর্ণিমার অভিনয় সহসা দেখার সম্ভাবনা না থাকলেও টিভি নাটকে দেখা যাচ্ছে তাকে নিয়মিত। উৎসব-পার্বণ এলেই ছোটপর্দার নাটকে পাওয়া যাচ্ছে পূর্ণিমাকে। গত ঈদেই তিনটি নাটকে তাকে দেখা গেছে। এ ছাড়া নিয়মিতই কোনো না কোনো নাটক, টেলিছবিতে অভিনয় করছেন তিনি।





