শিশু রাইফা

ছবি সংরক্ষিত

অপরাধ

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ জুন, ২০১৮

চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শিশু রাইফা  চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের মেয়ে।

এ ঘটনায় চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধি থাকবেন।

রুবেল খান বলেন, ঠাণ্ডাজনিত গলা ব্যাথার কারণে রাইফাকে বৃহস্পতিবার বিকেলে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই রাফিদাকে অ্যান্টিবায়টিক দেওয়া হয়। এ সময় রাফিদা অস্বস্তিবোধ করলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু বিশেষজ্ঞ বিধান বড়ুয়াকে ডাকা হয়। তিনিও একই ধরনের ওষুধ দেন। ওই ওষুধ দেওয়ার পর থেকে রইফার খিঁচুনি শুরু হয়। বিষয়টি দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীকে জানানো হয়। তিনি বিধান বড়ুয়ার সাথে কথা বলে ‘সেডিল’ ইনজেকশন পুশ করেন। এরপর রাইফা নিস্তেজ হয়ে যায়। এক পর্যায়ে মারা যায় রাইফা।

রাইফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান সাংবাদিরা। তাদের প্রতিবাদের মুখে পুলিশ দায়িত্বরত চিকিৎসক ও নার্সকে আটক করে থানায় নিয়ে যায়।  পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads