চকরিয়ায় উপজেলা বিএনপির সভাপতিসহ আটক আট

মানচিত্রে কক্সবাজার

সংগৃহীত ছবি

অপরাধ

চকরিয়ায় উপজেলা বিএনপির সভাপতিসহ আটক আট

  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০১৮

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরেই নির্বাচন বানচালে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ দলের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারাস্থ বৈরাগীর খীল নিজবাড়ি থেকে বিএনপির সভাপতিসহ নেতা-কর্মীদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুস ছালাম, ডুলাহাজারা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার পারভেজ সোহেল, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ হেলাল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেন, ‘গোপনসূত্রে খবর পেয়ে থানার একদল পুলিশ রাতে উপজেলা বিএনপির সভাপতির বাড়িতে অভিযান চালায়। ওই সময় একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করলেই চকরিয়া অচল করে দেয়ার পরিকল্পনার একটি চিরকুট ও লাটিসোটাসহ উপজেলা বিএনপির সভাপতি খোকন মিয়াসহ অপর সাতজনকে আটক করা হয়। গতকাল তাদেরকে কোটের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads