দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুজন সরকার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক বগুড়া জেলার সোনাতলা উপজেলার নাগলু গ্রামের শ্রী অতুল সরকারের ছেলে। সে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কর্মচারী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার সময় লাল কালারের একটি মোটরসাইকেল (দিনাজপুর-ল-১১-৫৬১৬) ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। নিশাইশা এলাকার কারিগরি কলেজ অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেলের চালক সুজন সরকারের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরাদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত ব্যক্তি মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে নিজ কর্মস্থল রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তার জন্মস্থান বগুড়া জেলাতে হলেও, সে ছোটবেলা থেকেই ঘোড়াঘাটে তার মামার বাড়িতে থাকত।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনী সকল প্রক্রিয়া শেষ করে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে।