কুষ্টিয়ার সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে। নিহত নাজমুল ইসলাম (২৭) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। নিহত নাজমুল সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
কুষ্টিয়া জেলা শাখার ছাত্রলীগের সভাপতি ইয়ছির আরাফাত তুষার জানান, নাজমুল কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে সংগঠনের সঙ্গে কাজ করছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, বুধবার রাত আড়াই টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার বিবরনে জানা যায়, রাতে নাজমুল ও তার স্ত্রী উর্মি খাতুন নিজ ঘরে ছিলেন। গভীর রাতে নাজমুলের ঘর থেকে গুলির শব্দ পেয়ে তার বাবা সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে জেলা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জনি জানান, নাজমুলের মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে।
এদিকে নাজমুল হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি নাসির জানান। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।