পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি সহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টা থেকে নদীতে ঘন কুয়াশায় সৃষ্টি হলে নৌরুটটিতে ফেরি সহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পরেছে কয়েকশতাধিক যাত্রী ও পন্যবাহী যানবাহন। ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, রাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কয়েকশতাধিক যানবাহন আছে। আর মাঝনদীতে ৪ থেকে ৫টি ফেরি আটকে আছে, তবে ফেরিগুলোর সাথে যোগাযোগ করা যায়নি তাই সঠিক সংখ্যাটি নেওয়া সম্ভব হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল সচল হবে।