গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সে শস্যবীমা চালু 

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের লোগো

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সে শস্যবীমা চালু 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৮

আবহাওয়ার অনাকাঙ্ক্ষিত পরিবর্তনজনিত কারণে কৃষকদের যে ঝুঁকির মুখোমুখি হতে হয় তা কমাতে আনুষ্ঠানিকভাবে শস্যবীমা চালু করেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। রাজধানীতে গতকাল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে এক যৌথ অনুষ্ঠানে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শস্যবীমার আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ বীমার পাইলট প্রজেক্টের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট বিজয়শেখর কালাভাকোন্ডা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি  অথরিটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads